
ছবি:সংগৃহীত
শেরপুর থেকে হেফাজতে নেওয়ার পর সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এবং তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হীরার নামে কোনো মামলা না থাকায় এবং তার বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সহায়তায় তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এর আগে, জমি বিক্রির উদ্দেশ্যে শেরপুর জেলা সাব রেজিস্ট্রার অফিসে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে সেখানে আটকে রাখে। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পরে তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রেজাউল করিম হীরা জামালপুর-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আঁখি