ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পোশাক কর্মী হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৯:৩৭, ২৫ মে ২০২৫; আপডেট: ১৯:৪০, ২৫ মে ২০২৫

পোশাক কর্মী হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের একটি রচনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার লেখা “হিস্যা” নামের একটি ম্যাগাজিনের কিছু বক্তব্যকে ঘিরে ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম এবং কলেজের একাংশ শিক্ষার্থী প্রতিবাদ জানিয়েছে।

বিতর্কের সূত্রপাত হয় ম্যাগাজিনটির কয়েকটি পাতায় কোরআন শরীফ, ইসলাম ধর্ম এবং ইসলামপন্থীদের উদ্দেশে কিছু মন্তব্যকে কেন্দ্র করে। এসব মন্তব্যকে "ইসলাম ধর্ম ও মুসলিম সমাজবিরোধী" আখ্যা দিয়ে হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্টরা নাদিরা ইয়াসমিনের অপসারণ ও শাস্তির দাবিতে মাঠে নামে।

রোববার (২৫ মে) সকাল ১১টায় নরসিংদী শহরের শিক্ষা চত্বরে হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কলেজের কয়েকজন শিক্ষার্থীও অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন হেফাজতের জেলা শাখার উপদেষ্টা আল্লামা বশির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুফতি রশিদ আহমেদ, সহসভাপতি প্রিন্সিপাল আব্দুল নূর, সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নূরপুরী, দপ্তর সম্পাদক মুফতি নুরুল হুদা এবং কলেজের রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা অভিযোগ করেন, ম্যাগাজিনের ১৪, ৩৫, ৩৮ ও ৪২ নম্বর পৃষ্ঠায় ইসলাম ধর্ম ও নারী-পুরুষ সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, যা মুসলিম সমাজে ভুল বার্তা দিচ্ছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

তারা আরও দাবি করেন, নাদিরা ইয়াসমিনের “নারী অঙ্গন” নামক একটি সংগঠন থেকেও বিতর্কিত লিফলেট প্রচার করা হয়েছে, যেখানে ইসলামী বিধানের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য রয়েছে বলে অভিযোগ।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত সময়ের মধ্যে নাদিরা ইয়াসমিনকে কলেজ থেকে বদলি করার দাবি জানানো হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার দায় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে নাদিরা ইয়াসমিনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন মহল।

আসিফ

×