
ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শনাক্তের পর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
গতকাল শুক্রবার রাতে তিনি বলেন, তথ্য উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা- সেটি জানতেই জবির ওই ছাত্রকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ছাত্র জানিয়েছে, ঘটনার সময় হঠ্যাৎ করেই সে বোতল ছুড়ে মারে। ভবিষ্যতে আর এমনটা করবে না- বলে অঙ্গিকার করার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে পানির বোতল ছুঁড়ে মারা শিক্ষার্থীকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হুসাইন নামে ওই শিক্ষার্থীকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়ার পর ডিবি অফিসেই তাদের সাথে কথা বলেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি হুসাইনকে বাসায় আসার দাওয়াত দেন। এর আগে গতকাল দুপুরে তিনি (তথ্য উপদেষ্টা) হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন। তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে মোহাম্মদ হুসাইন এবং তার মায়ের সঙ্গে দাঁড়ানো ছবি শেয়ার করে এসব তথ্য জানানো হয়। ওই ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুতই সমাধান হোক।
উল্লেখ্য, কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর সেখান থেকে চলে যান তথ্য উপদেষ্টা। পরে একপাশে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
আসিফ