
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।
তিনি জানান, দেশের যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই সংগঠন গঠিত হয়েছে।
আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ডা. জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
সারজিস আলম বলেন, "ফ্যাসিবাদী শাসন যেন আর কখনও এদেশে ফিরে না আসে, সেই অঙ্গীকারে জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে কাজ করে যাবে।"
যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাওয়া সবার প্রতি শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, “আপনাদের পরিশ্রম, যোগ্যতা ও দৃঢ় ইচ্ছাশক্তি আপনাদের পথচলা নির্ধারণ করবে। দেখা হবে বিজয়ে, ইনশাআল্লাহ।”