ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রায় বিশ বছর পর বাংলাদেশে কোনও মিছিলে অংশ নিলাম: তাসনীম খলিল

প্রকাশিত: ০০:১০, ১৭ মে ২০২৫

প্রায় বিশ বছর পর বাংলাদেশে কোনও মিছিলে অংশ নিলাম: তাসনীম খলিল

ছবি: সংগৃহীত

প্রায় বিশ বছর পর আবারও মিছিলে হাঁটলেন সাংবাদিক তাসনিম খলিল। ‘মৈত্রী যাত্রা’ নামের এই পদযাত্রায় তিনি অংশ নেন তাঁর নেতা আদৃতা রায়ের নেতৃত্বে।

সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তাসনিম খলিল লেখেন, "আজকের মৈত্রী যাত্রায়, আমার নেতা আদৃতা রায়ের সাথে। প্রায় বিশ বছর পর বাংলাদেশে কোনও মিছিলে অংশ নিলাম, it was worth every metre we marched.."

তাঁর এই অংশগ্রহণকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। দীর্ঘদিন পর রাস্তায় নেমে প্রতিবাদের কণ্ঠে শামিল হওয়া তাঁর এই সিদ্ধান্তকে অনেকেই সাহসিকতার পরিচায়ক হিসেবে দেখছেন।

সাংবাদিক তাসনিম খলিলের এই পদচারণা নতুন করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

আসিফ

আরো পড়ুন  

×