
ছবি: জনকণ্ঠ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে ‘প্রবঞ্চনার সরকার’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এই তিন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এসব নির্বাচনের মাধ্যমে দেশে একটি দুর্নীতিনির্ভর ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে জনগণের মৌলিক অধিকার পদদলিত।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাঙ্কুয়েট হলে 'শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ট্যাক্স সেক্টরে আওয়ামী লীগের দুর্নীতি যদি অর্ধেকও রোধ করা যেত, তাহলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ ও স্বাস্থ্য বাজেট তিনগুণ করা সম্ভব হতো। অথচ দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যাতে জনগণের সম্পদ লুট হয় অবাধে।
তিনি আরও বলেন, এই স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে শত সহস্র মানুষ রক্ত দিয়েছে। এখন সময় এসেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার।
অনুষ্ঠিত সেমিনারে বরিশাল ও খুলনা বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অর্ধশতাধিক তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যুক্তরাষ্ট্রের মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার সহযোগী অধ্যাপক ড. আজিজুল হক এবং বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুর।
সেমিনারে তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের চরম অব্যবস্থাপনা, কর্মসংস্থানে ব্যর্থতা এবং দুর্বল নীতিনির্ধারণের কারণে দেশের তরুণরা এখন হতাশ। তরুণদের অভিমত হলো একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক সংস্কার ও অংশগ্রহণ এখন নিশ্চিত করা।
সাব্বির