
ছবি: সংগৃহীত
বাংলাদেশ আ-আম জনতা পার্টির নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে “বাংলাদেশ আম জনগন পার্টি”। দলটির দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টি আত্মপ্রকাশ করে। দলটির সঙ্গে অন্য আরেকটি রাজনৈতিক দলের নামের আংশিক মিল থাকায় তাদের অনুরোধে “বাংলাদেশ আম জনগন পার্টি” নামে নতুন এ দলের নামকরণ করা হয়। বুধবার বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ দলের নাম পরিবর্তন হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশেষ সভায় দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতেমা তাসনিমসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন দেশবাসির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
শহীদ