
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থানের নয় মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে রাজপথে নামতে হয়েছে, এটি সামষ্টিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল বিগত ফ্যাসিবাদী আমলের বিচার নিশ্চিত করা এবং দেশের সংস্কার করা।’
বাংলাদেশের জনগণ ২০২৪ সালে প্রথমবার রাজপথে নেমে আসেনি, জীবন দেয়নি; এর আগে বহুবার দেশের মানুষ রাজপথে নেমে এসে জীবন দিয়েছে বলে জানান নাহিদ। তিনি বলেন, ‘১৯৭১ সালের পরে ১৯৭২ সালে আমার সোনার বাংলার স্বপ্ন মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। দেশটাকে ভারতীয় শাসকগোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষার অধিকার বঞ্চিত করা হয়েছিল। সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল।’
বিগত নয় মাসেও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা দেখছি যাদের গ্রেফতার করা হচ্ছে, তারা জামিন পেয়ে যাচ্ছে। মামলা-বাণিজ্য করা হচ্ছে। তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে।’
এছাড়া, রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকরের আহ্বান ও সনদে স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ থাকতে হবে বলে জানান নাহিদ ইসলাম।
সূত্র: https://www.facebook.com/watch/?v=717903477363671&rdid=tzgV4avLAKesoZqr
রাকিব