
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ এবং শেখ মুজিববাহিনীকে প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, “যে গণঅভ্যুত্থান ঘটেছে, সেটির মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে এবং শেখ মুজিববাহিনীকে অস্বীকার করেছে। সেই অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দদের দেশ ছাড়তে হয়েছে।”
তিনি বলেন, “এরপর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি না—এই প্রশ্নই উঠে না। আমরা মনে করি, আওয়ামী লীগ তার নৈতিক ও রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “এখন প্রশ্ন হলো, আইনি প্রক্রিয়ায় কোন কাঠামোর মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরানো যায় এবং একটি গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নেওয়া যায়—এই পথই এখন খুঁজে বের করতে হবে।”
সূত্র: https://www.facebook.com/reel/1284947159673345
আবীর