
আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে ও আ'লীগের হয়ে কাজ করেছে সে সকল নেতা-কর্মীকে দলীয় কোন পদে স্থান দেওয়া হবে না এমনই কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মহম্মদপুর উপজেলা বিএনপিসহ সকল পর্যায়ের কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার উপজেলা বিএনপির আয়োজনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে আমিনুর রহমান কলেজ চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতাদের বক্তব্যের এক পর্যায়ে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামিমুল হক শামাল মৃধা বলেন, বিগত সময়ে রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দিয়ে নির্বাচন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। আমরা যদি কমিটিতে স্থান না পাই তবে নিতাই রায় চৌধুরী কিভাবে কমিটিতে থাকতে পারে?
শামাল মৃধা সাংবাদিকদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বার্তা পৌঁছে দিয়ে নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
কর্মী সমাবেশে মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো. আখতারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুয়াদ