ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীসহ আরাফাতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৮:৪৩, ১৮ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রীসহ আরাফাতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত।

নির্বাচিত হওয়ার পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নতুন সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার (১৭ জুলাই) ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

নির্বাচনে মোট ১২৪টি কেন্দ্রে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়ে। আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

এমএম

সম্পর্কিত বিষয়:

×