ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তন করবে বললেন গয়েশ্বর

প্রকাশিত: ২০:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তন করবে বললেন গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। 

ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছা অনুযায়ী, দেশের মঙ্গলের জন্য সংবিধান পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছা অনুযায়ী, দেশের মঙ্গলের জন্য আমরা সংবিধান পরিবর্তন করব। পুরোটা না করি, কিছু কিছু আমাদের পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, দেশের বিশিষ্টজনদের নিয়ে যেই নামেই বলেন, একটা সরকার গঠন করতে হবে। সেই সরকার একটি নির্বাচন কমিশন গঠন করবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তারপর একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংবিধান জনগণের জন্য। সংবিধান দেশের জন্য। সংবিধান কোনো চোরের জন্য না।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×