ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমাকে পার্টি অফিসে যেতে দেয়নি: ফখরুল

প্রকাশিত: ১২:৩০, ৮ ডিসেম্বর ২০২২

আমাকে পার্টি অফিসে যেতে দেয়নি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাকে পার্টি অফিসে যেতে দেওয়া হলো না। শান্তিপূর্ণ গণসমাবেশ নস্যাৎ করতে সরকার হীন পরিকল্পনা করছে। ১০ তারিখে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নাশকতার মামলায় হাজিরা শেষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করলে বিজয়নগর মোড় থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানান বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ জানায়- পুলিশের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কাউকে যেতে দেওয়া হবে না। আপনি পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। 

দলীয় কার্যালয়ে যাওয়ার পথে বাধার মুখে পুলিশের সঙ্গে কথোপকথনের সময় মির্জা ফখরুল পুলিশকে বলেন, এটা আমার অফিস। তখন পুলিশ সদস্যও জানান তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এসময় অবিলম্বে নয়াপল্টনে বিএনপি কার্যালয় খুলে দেওয়া এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক দেশের শর্ত হচ্ছে রাজনৈতিক দল তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। একজন মহাসচিব যদি তার অফিসেই যেতে না পারে...। এখানে গণতন্ত্র তো দূরের কথা, সভ্য সামাজিক পরিবেশেই বিরাজ করছে না।

 

এসএইচ

×