ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভিসির সঙ্গে দেখা করতে গিয়ে আহত ছাত্রদলের ছয় নেতা

প্রকাশিত: ১৮:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৯:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২২

ভিসির সঙ্গে দেখা করতে গিয়ে আহত ছাত্রদলের ছয় নেতা

ছাত্রলীগের হামলা। ছবি: জনকণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলায় আহত ৬ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তারা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন ও আ. জলিল আমিনুল, সহ সাধারণ সম্পাদক সোহাগ মুন্সি, এস এম হলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ছাত্রদলের সদ্য কমিটি ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে। এই হামলায় ছাত্রদলের অন্তত ২০ জন আহত হয়েছেন। অধিকাংশই মাথায় আঘাত। তাদের রড, ক্রিকেটের স্ট্যাম দিয়ে মারধর করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত বিষয়:

×