ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করা হবে’

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৯:৪৫, ১৯ আগস্ট ২০২২

‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িতদের খুঁজে বের করা হবে’

মতবিনিময় অনুষ্ঠান

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যুদ্ধাপরাধীদের বিচারও করেছি এবং বঙ্গবন্ধু হত্যার বিচারও সম্পন্ন হয়েছে। তারপরও আগামী প্রজন্ম ও
ইতিহাসকে সঠিকভাবে জানার জন্য আমাদের দাবী অল্প সময়ের মধ্যে একটি কমিশন গঠন করে এ ঘটনার নেপথ্যে কারা ছিল তাদেরকে খুঁজে বের করতে হবে।”

শুক্রবার (১৯ আগস্ট) মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘এই হত্যা একটি বৃহৎ ষড়যন্ত্র। শুধু যারা হত্যা করেছে তারাই দায়ী না। এর পিছনেও দেশী-বিদেশী অনেকে জড়িত ছিল। শেখ হাসিনার নেতৃত্বে তাদের মুখোশও আমরা কমিশন গঠন করে তদন্তের মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরবো।’

চীফ হুইপ শিক্ষার মান উন্নয়ন নিয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, শিবচরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিতে যোগ্যতাসম্পন্নরা দায়িত্বে রয়েছেন। কমিটিতে আমরা নতুন প্রজন্মদেরও আনছি। শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষার পরিবেশ ভালো না থাকে তাহলে পরবর্তী কমিটিতে সভাপতি পদে আপনার পদ নাও থাকতে পারে। সবার জবাবদিহিতা আছে। শিক্ষকদের বিরুদ্ধেও
ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করাতে হবে।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বিগ্রেডিয়ার (অব:) জেনারেল সাইদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবদুস সালাম খান, শিবচর উপজেলা চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম খান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

×