ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালমোহনে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল

সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ১৩:১৪, ১৭ আগস্ট ২০২২

লালমোহনে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল

কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ সমাবেশ এবং লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা

বিএনপি জামাত জোট সরকারের মদদে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলার আয়োজনে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ সমাবেশ এবং লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ আওয়াশীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভোলা- আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে দেশে এখন কোন জঙ্গীবাদ নেই। বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না। বিএনপি, জামাত শিবিরের দোসর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ  (জেএমবি) সদস্যরা ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। তাদেরকে তখন সরাসরি সহযোগিতা করেন তৎকালীন জোট সরকার। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আফগানিস্তান বানানো।

 

 

টিএস

×