ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মাহাথির মোহাম্মদ, ১০০ বছর বয়সেও রাস্তায় — আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভে যোগ

শরিফুল খান প্লাবন

প্রকাশিত: ২২:১৫, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ২২:২৬, ২৬ জুলাই ২০২৫

মাহাথির মোহাম্মদ, ১০০ বছর বয়সেও রাস্তায় — আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভে যোগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী টুন ড. মাহাথির মোহাম্মদ ১০০ বছর বয়সেও থেমে নেই। শনিবার (২৬ জুলাই) তিনি রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত একটি বিরোধী দলীয় বিক্ষোভে অংশ নেন, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি জানানো হয়।

‘Turun Anwar’ বা ‘আনোয়ার পদত্যাগ কর’ স্লোগানে হাজার হাজার বিক্ষোভকারী কুয়ালালামপুরের ঐতিহাসিক দাতারান মার্দেকায় জড়ো হন। আয়োজকরা জানান, সমাবেশে প্রায় ১৮ থেকে ২০ হাজার মানুষ অংশ নেন। তারা সবাই কালো টি-শার্ট পরে বিভিন্ন স্লোগানে অংশ নেন এবং অনেকেই প্যালেস্টাইনের পতাকাও বহন করেন।

এই বিক্ষোভের মূল দাবি ছিল—ব্যর্থ প্রশাসন, বিচার বিভাগের স্বচ্ছতা সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন, কিন্তু জনগণ যদি চায় তিনি থাকবেন না, তবে তাকে চলে যেতে হবে। আমি এখন প্রধানমন্ত্রী হতে চাই না, তবে আমি পরামর্শ দিতে পারি।”

তিনি আরও বলেন, “আমার বয়স এখন ১০০। আমি বেশি কিছু করতে পারি না। কিন্তু দেশের জন্য কথা বলব—কারণ আমি দেখছি, মানুষ কষ্টে আছে।

বিক্ষোভে মাহাথির ছাড়াও বিরোধী রাজনৈতিক জোট পারিকাতান ন্যাশনাল (PN), পাস (PAS), বেরসাতু (BERSATU) এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রতিবাদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও পুরো এলাকায় ছিল ব্যাপক পুলিশি উপস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ২,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সমাবেশ শেষে আয়োজকরা পরবর্তী কর্মসূচি শিগগির ঘোষণা করার কথা জানান।

মালয়েশিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। সেই প্রেক্ষাপটে মাহাথির মোহাম্মদের মতো একজন প্রবীণ রাজনীতিকের সরাসরি অংশগ্রহণ দেশজুড়ে নতুন মাত্রার আলোচনার জন্ম দিয়েছে।

 

শরিফুল খান প্লাবন 
সাংবাদিক ও কলাম লেখক

 

রাজু

×