ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চাঁদাবাজিতে মানুষ পিষ্ট হয় – এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ!

প্রকাশিত: ২২:৩৭, ১১ জুলাই ২০২৫

চাঁদাবাজিতে মানুষ পিষ্ট হয় – এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ!

সংগৃহীত

রাজ্যের বুকে আবারও এক নির্মম রাজনৈতিক সন্ত্রাস! ব্যবসা করার অধিকার কি শুধু চাঁদা দিয়ে কেনা যাবে?

ঢাকার মোহাম্মদ সোহাগ (৪৩), এক সৎ ব্যবসায়ী, চাঁদা দিতে অস্বীকার করেছিলেন। আর তারই খেসারত দিতে হল প্রাণ দিয়ে। গত ৯ জুলাই সন্ধ্যায়, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার সময়, একদল রাজনৈতিক সন্ত্রাসী তাঁকে রাস্তার উপর ফেলে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে।

দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর যে, প্রত্যক্ষদর্শীরাও বাকরুদ্ধ। রক্তাক্ত অবস্থায় পরে থাকা সোহাগের দেহ, আর চারপাশে দানবের মতো হিংস্র হামলাকারীদের উল্লাস—এই চিত্র দেখে আঁতকে উঠেছে স্থানীয়রা। তিন ঘণ্টা পর হাসপাতালের গেটসফোর্ড রোডে সোহাগকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনা স্রেফ একটি খুন নয়, এটি একটি সমাজের নৈতিকতা ও নিরাপত্তার পরাজয়। একটি প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে: রাজনীতি কি এখন খুনে পরিণত হয়েছে?

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত  নেতা মলসফার এবং তার সহযোগীকে আটক করা হয়েছে। তবে সাধারণ মানুষ এখন আরো বড়ো প্রশ্নের জবাব চাইছে—এই নৃশংসতা থামবে কবে?

এই মৃত্যু যেন না হয় আর এক ইতিহাসের পুনরাবৃত্তি। এই লড়াই শুধুই সোহাগের নয়, বরং প্রতিটি নির্ভীক ও সৎ ব্যবসায়ীর অস্তিত্বের লড়াই।

হ্যাপী

×