
লুটের টাকায় লন্ডনে পিকনিক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন ও ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা।
আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়েরের আজ নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড পেজে ভিডিওটি পোস্ট করার পর এ নিয়ে শুরু হয় আরো ব্যাপক সমালোচনা।
পোস্ট করা ভিডিওতে সায়ের জানান,
লুটের টাকায় পিকনিক! ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন ও ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ মিলে যুক্তরাজ্যে আয়োজন করলো এক ‘ভিআইপি পিকনিক’। ব্যয় হলো সেই টাকা, যা দেশের সাধারণ মানুষের রক্ত-ঘামের অর্জন থেকে লুট করা হয়েছে।
১০টি গাড়িতে করে ৪০ জনের ‘প্রমোদ ভ্রমণ’, অথচ ছাত্রলীগের জেলে আটক কিম্বা আত্মগোপনে থাকা কর্মীদের ও তাদের পরিবারকে সহায়তার বিষয়ে এদের নেই কোন ভূমিকা।
এই বিশাল আয়োজনের পেছনে ছিল যুক্তরাজ্যের ছাত্রলীগ নেতা ফখরুল কামাল জুয়েল—ছাত্র রাজনীতিকে কলুষিত করার আরেক হোতা।
কোন লজ্জা, অনুশোচনা বোধই যেন এদের নাই।
ফুয়াদ