
ছবিঃ সংগৃহীত
জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্টস অ্যালাইন্স, জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী বলেন, অবিলম্বে গণমাধ্যম সংস্কার করুন, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করুন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা দেখছি গণমাধ্যম কীভাবে এখনও পর্যন্ত আওয়ামী লীগের পাশে থেকে কাজ করছে। সরকার আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠনের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিলেও তার কোনো কার্যকারী কিছু দেখতে পাচ্ছি না। গণমাধ্যমে অভ্যুত্থানের আগে যারা নিয়ন্ত্রণ করেছে এখনও তাদের হাতেই এই নিয়ন্ত্রণ।
তিনি আরও বলেন, সম্প্রতি বগুড়ায় উদীচীর একটি অনুষ্ঠানে বাঁধা দেয় ছাত্র জনতা। কিন্তু গণমাধ্যম উদীচী কথা না বলে বলছে জাতীয় সংগীত গাইতে বাঁধা দেওয়া হয়েছে। মনে রাখা দরকার উদীচী আওয়ামী লীগের কালচারাল উইং। তারা এখনও মাঠে নামে কীভাবে? গণমাধ্যমে এরকম শিরোনাম নিয়মিত হচ্ছে। কোনো আওয়ামী লীগ নেতা গ্রেফতার হলে বলা হচ্ছে অভিনেতা গ্রেফতার, ব্যবসায়ী গ্রেফতার। এগুলো যারা করছেন ইচ্ছাকৃতভাবেই করছেন। আমরা গণঅভ্যুত্থানকে বিনষ্ট করতে দিব না। অবিলম্বে গণমাধ্যম সংস্কার করুন। গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করুন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক প্লাবন তারিক। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল হোসেন, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েম ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দীন নয়ন প্রমুখ।
ইমরান