ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এবার বিরল উদাহরণ সৃষ্টি করল পাকিস্তান ও ভারতের সেনাবাহিনী

প্রকাশিত: ২১:২৪, ১২ মে ২০২৫

এবার বিরল উদাহরণ সৃষ্টি করল পাকিস্তান ও ভারতের সেনাবাহিনী

ছ‌বি: সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে সেনাবাহিনীর ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন) পর্যায়ে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।

দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হটলাইন যোগাযোগ সরাসরি সামরিক আলোচনার একটি বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধাবস্থার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছিল।

এর আগে টানা কয়েকদিনের সংঘর্ষের পর শনিবার (১০ মে) পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হয়।

প্রথমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এটি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত এসেছে সীমান্তজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন অনুপ্রবেশ এবং পাল্টা সামরিক অভিযানের পর।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় গত ২২ এপ্রিল, যখন ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক সংগঠনগুলোকে দায়ী করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে।

জবাবে ভারত ওয়াহগা সীমান্ত বন্ধ করে দেয়, পাকিস্তানিদের ভিসা বাতিল করে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, যাকে পাকিস্তান "যুদ্ধ ঘোষণা" হিসেবে আখ্যায়িত করে।

পাকিস্তান ৬-৭ মে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস' চালায়, যেখানে তারা দাবি করে যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান (রাফালসহ) গুলি করে ভূপাতিত করেছে এবং ৭৭টি ইসরায়েলি হারপ ড্রোন আটক করেছে।

এই সংকট নিরসনে কূটনৈতিক পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উভয় দেশের শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ট্রাম্পের ঘোষণার পর দুই দেশই স্থল, আকাশ ও জলপথে সামরিক অভিযান স্থগিত করে। তবে সীমান্তে সংঘর্ষবিরতির লঙ্ঘনের অভিযোগ দুই পক্ষ থেকেই উঠে আসে।

 

সূত্র: https://tribune.com.pk/story/2545409/pakistan-india-hold-first-round-of-dgmo-level-talks

এএইচএ

×