ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফ্যাক্ট চেক

সুবাহদের সাথে হুজুর উপস্থিতদের বেপর্দা বেহায়া বলে দোয়ার বিষয়ে যা জানা গেল

প্রকাশিত: ১৮:৪৮, ১১ মে ২০২৫; আপডেট: ১৮:৪৯, ১১ মে ২০২৫

সুবাহদের সাথে হুজুর উপস্থিতদের বেপর্দা বেহায়া বলে দোয়ার বিষয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেতা মামনুন হাসান ইমন, জয় চৌধুরী, সুবাহসহ একাধিক বিনোদন অঙ্গনের ব্যক্তিবর্গের উপস্থিতিতে একজন হুজুর দোয়া করছেন, “ইয়া আল্লাহ এখানে যারা যারা আছে বেপর্দা বেহায়া অর্ধ উলঙ্গ যাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে গো মালিক তুমি তাদের হাত থেকে এই সমাজকে রক্ষা করো”। উক্ত ভিডিওটিতে “হুজুর কি দুয়া করলে” লিখে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি প্রায় ৩৪ লক্ষ বার দেখা হয়েছে, ৪১ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ৫ হাজারেরও অধিক বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেতা ইমন-সুবাহদের সাথে একটি দোয়ায় হুজুর উপস্থিতদের বেপর্দা বেহায়া ডেকে দোয়া করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটির অডিওটি সম্পাদিত। প্রকৃতপক্ষে, হুজুরের করা দোয়ার ভিডিও এর একটি অংশ নিয়ে তাতে মূল অডিও পরিবর্তন করে আলোচিত আপত্তিকর শব্দ সম্বলিত দোয়ার ভিন্ন একটি অডিও সংযুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে “সাহসী কণ্ঠ নিউজ” নামের একটি ফেসবুক পেজে “ARBIT Creative Hub Grand Opening করছেন চিত্র নায়িকা সুবাহ,ইমন,অহনা,জয় চৌধুরী সহ একঝাক নায়ক নায়িকা…সরাসরি….” শীর্ষক ক্যাপশনে ভিন্ন কোণ থেকে ধারণকৃত উক্ত অনুষ্ঠানের একটি ভিডিও গত ৫ ফেব্রুয়ারিতে ফেসবুক লাইভ হিসেবে সরাসরি সম্প্রচার হতে দেখা যায়৷ উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটির ১৮ মিনিট পরবর্তী সময়ে উল্লিখিত হুজুরের দোয়া শুরু হতে দেখা যায় এবং উক্ত ভিডিওতে হুজুরের দোয়ার পুরো অংশই ধারণ করা হয়েছে। তবে, হুজুরের পুরো দোয়া শুনে কোথাও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে উল্লিখিত দোয়ার বাক্য শোনা যায়নি। বরং, হুজুরকে মা-বাবা, ব্যবসায়ী, অসুস্থ মানুষজনসহ নানা বিষয়ে দোয়া করতে শোনা যায়।

এছাড়া, হুজুরের কণ্ঠের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অডিও এর ব্যক্তির কণ্ঠের পার্থক্য লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে আসল অডিও এর বদলে মূলত ভিন্ন অডিও সংযুক্ত করা হয়েছে। 

সুতরাং, অভিনেতা ইমন-সুবাহসহ একাধিক বিনোদন ব্যক্তিত্বের সাথে একটি দোয়ায় হুজুর উপস্থিতদের বেপর্দা বেহায়া ডেকে দোয়া করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটির অডিওটি সম্পাদিত।

সূত্র: রিউমর স্ক্যানার

ফুয়াদ

×