ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইন্দুরকানীতে মৎস্যজীবী দলের সমাবেশ

কামরুল আহসান সোহাগ, ইন্দুরকানী (পিরোজপুর)

প্রকাশিত: ১৩:৪৪, ১২ মে ২০২৫; আপডেট: ১৩:৪৫, ১২ মে ২০২৫

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইন্দুরকানীতে মৎস্যজীবী দলের সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে মৎস্যজীবীদের সম্পৃক্ত করতে পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্যজীবী দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) বিকেলে ইন্দুরকানী বাজারের পুরাতন ফেরিঘাট সংলগ্ন মাছ বাজার এলাকায় এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে পুনর্গঠনের পথে নিতে হলে বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাঠ পর্যায়ে জনসম্পৃক্ত হতে হবে। গ্রামীণ অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে নদীশাসন, খাল খনন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মৎস্যজীবীদের কল্যাণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। এতে অবরোধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান, সুদমুক্ত ঋণ, বিনামূল্যে উপকরণ এবং মৎস্য পল্লী গঠনের মতো পদক্ষেপ থাকবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

নুসরাত

×