ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রায়পুর পৌরসভায় জাল স্বাক্ষরে কমিটি বদল, ব্যাংকে আগাম অর্থ বরাদ্দ

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)

প্রকাশিত: ১৩:৪৯, ১২ মে ২০২৫

রায়পুর পৌরসভায় জাল স্বাক্ষরে কমিটি বদল, ব্যাংকে আগাম অর্থ বরাদ্দ

রায়পুর পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (ইউজিআইআইপি), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রায় ৯ কোটি টাকার উন্নয়ন কার্যক্রমে জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জাল স্বাক্ষর দিয়ে কমিটি পরিবর্তন করে পছন্দের লোকদের ব্যাংক একাউন্ট খুলে ইতোমধ্যে ৭১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

সূত্র জানায়, লিনিক প্রকল্পের আওতায় গঠিত কমিটিগুলো ৫ আগস্টের পর একাধিকবার বদলানো হয়। ১৩ আগস্টের একটি তথাকথিত সভার কার্যবিবরণী দেখিয়ে তৈরি করা হয় নতুন রেজল্যুশন। অভিযোগ আছে, এসব পরিবর্তনে তৎকালীন মেয়র গিয়াস উদ্দিন রুবেলের স্বাক্ষর নকল করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পৌর কর্মকর্তা জানান, কর্মকর্তারা নিজেরা নতুন কমিটি করে সদস্যদের নামে ব্যাংক হিসাব খুলে দ্রুত অর্থ বরাদ্দের আবেদন পাঠান। এতে চারটি প্যাকেজে ৭১ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন ব্যাংকে স্থানান্তর হয়েছে বলে জানা গেছে।

রায়পুর পৌর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম আলমাস অভিযোগ করে বলেন, “সুযোগসন্ধানী একটি চক্র পুরো প্রকল্পের অর্থ লুটে নিতে সক্রিয় হয়েছে। জাল সই ও তালিকা পরিবর্তনের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়েছে।”

অপসারিত মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট হোয়াটসঅ্যাপে জানান, “আমি কোনো কমিটি পরিবর্তনে স্বাক্ষর করিনি। বরং আমার স্বাক্ষর নকল করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষ।”

অপসারিত কাউন্সিলর আবুল হোসেন বলেন, তার ওয়ার্ডে শিউলি আক্তারের জায়গায় উদ্দেশ্যমূলকভাবে শাহনাজ আক্তারকে বসানো হয়েছে। সব ওয়ার্ডেই একই ধরনের বদল হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সচেতনমহল, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, বিতর্কিত এই কমিটি পরিবর্তনের কয়েকদিন পর ১৮ আগস্ট মেয়র গিয়াস উদ্দিন রুবেলকে অপসারণ করে মন্ত্রণালয়।

নুসরাত

×