ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের তিন ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা

প্রকাশিত: ০৯:০১, ১০ মে ২০২৫

পাকিস্তানের তিন ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা

ছবি : সংগৃহীত

ভারতের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য ছিল পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি—নূরখান, রফিকী এবং মোরাইদ। ইসলামাবাদের দাবি অনুযায়ী, এই হামলা সংঘটিত হয় শুক্রবার মধ্যরাতে।

 

 

বিশেষ করে গুরুত্বপূর্ণ নূরখান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানায় পাকিস্তান। ইসলামাবাদের সামরিক সূত্র জানায়, ভারতীয় বাহিনী মোট ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যেগুলো পাকিস্তানে না পড়ে ভারতের পাঞ্জাব রাজ্যে পড়েছে।

পাকিস্তান আরও দাবি করেছে, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের এলাকা লক্ষ্য করে মিসাইলগুলো নিক্ষেপ করেছে।

 

 

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, গেল দুই দিনে তারা ভারতের মোট ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অভিযোগ করেছেন, পাকিস্তান ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেন।

আঁখি

×