ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এপ্রিলে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩ জন

প্রকাশিত: ২২:৩৮, ৬ মে ২০২৫

এপ্রিলে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩ জন

ছবি: সংগৃহীত

গত এপ্রিল মাসে দেশের বিভিন্ন স্থানে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬১০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২৮ জন এবং আহত হয়েছেন অন্তত ১২০৭ জন। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শুধুমাত্র সড়কপথেই এপ্রিল মাসে ৫৬৭টি দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১২০২ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৫ জনের, আহত হয়েছেন ৫ জন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ রয়েছেন।

মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগজনক। এ মাসে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন এবং আহত হয়েছেন ২২৪ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১৩৮টি দুর্ঘটনায় ১৩৬ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে—২৮টি ঘটনায় মৃত্যু হয়েছে ৩১ জনের, আহত হয়েছেন ৫১ জন।

  • সড়ক দুর্ঘটনার পেছনে কয়েকটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে:
  • সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণহীন চলাচল
  • মহাসড়কে পর্যাপ্ত রোড সাইন, রোড মার্কিং ও আলো না থাকা
  • চালকের দক্ষতার ঘাটতি ও দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো
  • ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল
  • উল্টোপথে গাড়ি চালানো, চাঁদাবাজি, অতিরিক্ত যাত্রী পরিবহন ইত্যাদি

দুর্ঘটনা রোধে সমিতির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

  • মোটরসাইকেল ও ইজিবাইকের আমদানি ও নিবন্ধন বন্ধ করা
  • জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের জন্য পর্যাপ্ত আলোকসজ্জা
  • ধীরগতির ও দ্রুতগতির যানবাহনের জন্য পৃথক লেন
  • রোড সাইন ও রোড মার্কিং স্থাপন
  • চালকদের প্রশিক্ষণ ও কর্মঘণ্টা নির্ধারণ
  • সড়ক পরিবহন আইন কার্যকরভাবে প্রয়োগ
  • আধুনিক ও মানসম্পন্ন বাস নেটওয়ার্ক গড়ে তোলা
  • ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা

বিশ্লেষকরা বলছেন, এ ধরণের দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির প্রতিচ্ছবি। জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে এই চিত্র আরও ভয়াবহ হতে পারে।

এসএফ 

আরো পড়ুন  

×