
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (৯৪) মারা গেছেন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (৯৪) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি মারা যান বলে শিল্পাচার্যের পারিবারিক সূত্র জানিয়েছে।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘ সময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। ১৯৭৬ সালে মারা যান জয়নুল আবেদিন। সেই থেকে শিল্পাচার্যের স্মৃতিবিজড়িত বাড়িতেই ছিলেন জাহানারা আবেদিন। ১৯৭৬ সালে জয়নুল আবেদিন চলে যাওয়ার পর ৪৯ বছর পাড়ি দিয়েছেন একা। আগলে রেখেছেন তিন সন্তানসহ পরিবারকে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন ও জাহানারা আবেদিনের তিন ছেলে ময়নুল আবেদিন, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জাহানারা আবেদিন চলে যাওয়ার কালে রেখে গেছেন তিন সন্তানসহ বৃহত্তর এক পরিবারকে।
জয়নুল আবেদিন ছিলেন শিল্প অন্তঃপ্রাণ এক মানুষ। গড়েছেন শিল্পশিক্ষা প্রতিষ্ঠান চারুকলা অনুষদ। বাংলাদেশে আধুনিক শিল্পশিক্ষা, শিল্পচর্চার বিস্তার ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। সঙ্গে ছিল নিজের শিল্পচর্চা। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা থেকে শুরু করে বাংলাদেশের শিল্পচর্চা ও শিক্ষার প্রসারে নিরবচ্ছিন্ন কাজ করেছেন শিল্পাচার্য। শিক্ষার্থী থেকে শুরু করে শিল্পরসিকদের অবাধ যাতায়াত ছিল তাঁর ঘরে। আর এ সবই সামলেছেন একা হাতে জাহানারা আবেদিন।