ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জানালার ‍গ্রিল কেটে ২১ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী:

প্রকাশিত: ২০:২০, ২০ মার্চ ২০২৫

জানালার ‍গ্রিল কেটে ২১ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরি

ছবি: সংগৃহীত

কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া মহল্লায় এক বাসার ২১ ভরি স্বর্ণালঙ্কার নগদ ৬০ হাজার টাকা চুরি হয়েছে।

বুধবার দিবাগত ভোর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে চোরের দল ২১ লক্ষাধিক টাকা মূল্যের ২১ ভরি স্বর্ণালঙ্কারসহ টাকা পয়সা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দম্পতি ইউনুস হাওলাদার বাবলী আক্তার জানান, তারা সবাই ঘুমিয়ে ছিলেন।

ভোরে জেগে উঠে দেখেন দরজা খোলা। আলমারি সোকেসের তালা ভাঙা। মালামাল তছনছ করা রয়েছে।  কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মেজবাহ উদ্দিন মাননু/মেহেদী হাসান

×