
ছবিঃ সংগৃহীত।
সুদূর পাকিস্তানের বালুচিস্তান থেকে আব্দুল্লাহ ওসমান নামের এক পাকিস্তানি যুবক বাংলাদেশের মুন্সীগঞ্জে এসেছেন প্রেমের টানে। যার টানে তিনি নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসেছেন, তিনি হচ্ছেন মুন্সীগঞ্জের মেয়ে ডায়না তালুকদার। দুজনেই আবদ্ধ হয়েছেন পবিত্র বিয়ের বন্ধনে। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন পাকিস্তানের তরুণ আব্দুল্লাহ ওসমান। শুরুতে দুই দেশের দূরত্বের কারণে দ্বিধায় ছিলেন আব্দুল্লাহ। বাংলাদেশী ভাষা বুঝতে সমস্যা করলেও ডায়নার ছিল উর্দু ভাষায় পারদর্শিতা।
শুরুতে বিয়ের পরিকল্পনা না থাকলেও তিন থেকে চার বছর প্রেম করার পর দুজনেই বিয়েতে সম্মত হন। পরে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় বিয়ে। বিক্রমপুরের ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে আগে শোনেননি আব্দুল্লাহ, তবে বাংলাদেশ যে একসময় পাকিস্তানের পূর্ব অংশ ছিল, সেটা জানেন পাকিস্তানের এই প্রেমিক পুরুষ। বাংলাদেশে বিয়ে করলেও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সংস্কৃতিগত খুব একটা পার্থক্য দেখেন না আব্দুল্লাহ।
সূত্র: https://www.facebook.com/watch/?v=932072499079577&rdid=wfdDK7mOWcY4ZCfQ
মুহাম্মদ ওমর ফারুক