ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ইনসাফ ও কল্যাণ ফেরাতে চাই ইসলামী শাসন: চরমোনাই পীর

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১২:১৫, ১৬ মে ২০২৫

ইনসাফ ও কল্যাণ ফেরাতে চাই ইসলামী শাসন: চরমোনাই পীর

ছবি: জনকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবের সময় সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। সেই সঙ্গে সকল স্তরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, দেশে শান্তি, ইনসাফ ও কল্যাণ ফিরিয়ে আনতে হলে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি সারাজীবন দেশ শাসন করবেন। কিন্তু গতবছরের ৫ আগস্ট প্রমাণ করেছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এমনকি পালিয়ে যাওয়ার সময় কেউ লুঙ্গি পর্যন্ত নিতে পারেননি, দুপুরের খাবারও খেয়ে যেতে পারেননি।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল্লাহ শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি ক্বারী মোহাম্মদ আবু ইউসুফ, ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি মুফতি শামসুল হুদা ও সেক্রেটারি মো. আরিফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলা সভাপতি রোহান মাহমুদ এবং জেলা শাখার সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

এএইচএ

×