
ছবি : জনকণ্ঠ
ময়মনসিংহে দেশের প্রথম বাণিজ্যিক সাব-অরবিটাল (উপ-কক্ষপথ) রকেট ‘বিদ্রোহী’ উন্মোচন করেছে ধুমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড (ধুমকেতুএক্স)। যা দেশের মহাকাশ-প্রযুক্তি উন্নয়নের এক নতুন যুগের সূচনা করেছে। সরকারের অনুমতি পেলে আগামী বছর উৎক্ষেপণ করা হবে জানান নির্মাতা প্রতিষ্ঠান ধুমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড।
রকেট বিদ্রোহী সম্পর্কে জানা যায়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল শিক্ষার্থী ২০১৮ সাল থেকে রকেট তৈরির কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ দশমিক ১ মিটার উচ্চতাসম্পন্ন বিদ্রোহী রকেট সাব-অরবিটাল (উপ-কক্ষপথ) মহাকাশে পৌঁছানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই রকেট ৩৫-৫০ কেজি বহন করতে সক্ষম। ৩৫ কেজি বহন করে উৎক্ষেপণ করা হলে এটি ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এটি বাংলাদেশের মহাকাশ উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, যা জাতির প্রযুক্তিগত অগ্রগতি এবং মহাকাশ গবেষণায় বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত করে।
আরও জানা যায়, রকেট ‘বিদ্রোহী’র মিশন হচ্ছে সাব-অরবিটাল (উপ-কক্ষপথ) মহাকাশে পৌঁছানো, বায়ুমণ্ডলীয় গবেষণা, বৈজ্ঞানিক যন্ত্র, শিক্ষার্থী কিউবস্যাট এবং বাংলাদেশের ২০০ মিলিয়ন নাগরিকের নাম সম্মানার্থে খোদাই করা।
রকেটটি বহন করবে ১০টি বৈজ্ঞানিক যন্ত্র, ৫টি শিক্ষার্থী কিউবস্যাট, ২০টি বাণিজ্যিক পে-লোড, ৫টি জাতীয় প্রতীক এবং একটি গোপন পে-লোড। তবে, বিদ্রোহী রকেট মহাকাশে উৎক্ষেপণের তিন ধরনের কাজ এখনও বাকি রয়েছে।
তবে এখনো তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বাকি রয়েছে:
- গ্রাউন্ড স্টেশন স্থাপন – টেলিমেট্রি, ডেটা ট্র্যাকিং ও রিয়েল-টাইম যোগাযোগের জন্য।
- লঞ্চপ্যাড, জ্বালানি ও নিরাপত্তা ব্যবস্থা স্থাপন।
- উৎক্ষেপণ এলাকার জন্য উপযুক্ত ভূমি নির্বাচন – উপকূলীয় এলাকা বা দ্বীপ অঞ্চল হলে এটি অধিক নিরাপদ ও কার্যকর হবে বলে জানানো হয়।
ধুমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী নাহিয়ান আল রহমান বলেন, আজকের দিনটি শুধুমাত্র আমাদের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বিদ্রোহী রকেট দিয়ে আমরা শুধুমাত্র একটি রকেট উৎক্ষেপণ করছি না, বরং বাংলাদেশে মহাকাশ গবেষণা ও রকেট প্রযুক্তির ভবিষ্যতের জন্য একটি জাতীয় আন্দোলন শুরু করছি।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, এই রকেট দেশের জন্য আনন্দের বিষয়। রকেট আমাদের গবেষণাসহ সব ক্ষেত্রেই প্রয়োজন। এই রকেট সারা দেশে ছড়িয়ে যাক।
উল্লেখ্য, গত (৬ মে) ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে রকেটের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ‘বিদ্রোহী’ রকেট উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে রকেট ‘বিদ্রোহী’ প্রদর্শনী করা হবে বলে জানান আয়োজকেরা। রকেট বিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী, হাতের কাজের অভিজ্ঞতা এবং স্থানীয় শিক্ষার্থী রকেট ক্লাব গড়ে তোলার উৎসাহ পাবে।
সা/ই