ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মাহিন সরকার

অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও আমাদের যোগাযোগ হতো

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও আমাদের যোগাযোগ হতো

ছবিঃ সংগৃহীত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, ইতিহাসের নানামুখী বয়ান থাকে। ২৪ এর গণঅভ্যুত্থান কারও একক প্রচেষ্টায় হয়নি, হওয়া সম্ভবও নয়। গণঅভ্যুত্থান শব্দটার মধ্যেই সামষ্টিকতা আছে। আমার কথা এইখানে পলিসির জায়গায় আসলে কে বা কাদের অবদান ছিলো সেখানে। ছাত্রশিবির যেমন অবদান রেখেছে তেমনি অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও আমাদের যোগাযোগ হতো, তারাও আমাদের নানামুখী পরামর্শ দিতো। বারবার যেই কথাটি আসছে বা সবার কথার প্রতিধ্বনি আসছে তাতে মনে হচ্ছে ভেতরে যে তিনজন ছিলো তারা আসলে সিদ্ধান্ত বাছাই করে ঘোষণা করেছে, এর বাইরে কিছু নয়। 

মুহাম্মদ ওমর ফারুক

×