ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান

নামাজের জন্য ঘড়ি এবং কোরআন শরীফ চেয়েছিলাম কিন্তু দেয়নি

প্রকাশিত: ২২:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

নামাজের জন্য ঘড়ি এবং কোরআন শরীফ চেয়েছিলাম কিন্তু দেয়নি

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান তার আয়না ঘরের স্মৃতিচারণ করতে গিয়ে একটি টেলিভিশন টকশোতে বলেন, যখন আমি নিশ্চিত হই যে আমি অপহরণ হয়েছি তখন আমি ধরেই নিয়েছিলাম আমি এখান থেকে আর বের হতে পারবো না। তখন ভাবলাম দুনিয়ার জীবন তো এখানেই শেষ, পরকালের জন্য কিছু করতে হবে। ওদের কাছে আমি একটা ঘড়ি চেয়েছিলাম যাতে সময় মতো নামাজ পড়তে পারি। বলেছিলাম আপনারাও তো মুসলমান, আমিও মুসলমান আমাকে একটা কোরআন শরীফ দেন কিন্তু তারা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, উপরে নিষেধ আছে আমার দিতে পারব না। মাঝে মাঝে মনে হয়েছে এর থেকে মরে যাওয়াই ভালো

আমি নামাজ পড়ছিলাম এ সময় হঠাৎ করে কয়েকজন ঢুকে নামাজ দ্রুত শেষ করতে বলব। নরমালি তারা এটা বলে না। গামছা দিয়ে চোখঁ এবং হাত বেঁধে গাড়িতে তুলল ।গাড়িতে দুইজন আমার বুকের মধ্যে বসে রইল। আমি তো ভেবেছিলাম যে এটাই আমার শেষ। আমি তখন দোয়া করতে ছিলাম, সুরা ইয়াসিন পড়তেছিলাম যাতে মৃত্যুটা সহজ হয়। হঠাৎ গাড়ি থামিয়ে আমাকে নিচে ফেলে দিল। তখন আমায় ভাবলাম যে এখন একটা গুলির আওয়াজ শুনবো এবং আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে। তখন ও জানতাম না বিপ্লব হয়েছে বাহিরে কিন্তু তখন দেখলাম ওরা চলে গেল।

মুহাম্মদ ওমর ফারুক

×