ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি হলেন

প্রকাশিত: ২২:১০, ২ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:১২, ২ জানুয়ারি ২০২৫

অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি হলেন

অবশেষে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলো। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আগমনের পর তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

এর আগে, ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়।

১৯৭২ সালের ২৪ মে কবিকে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর (পুরাতন) সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। পরে, ১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারি তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত করা হয়।

১৯৭৬ সালের ২৯ আগস্ট কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। নজরুলের গানে উল্লেখিত তার ইচ্ছা ছিল, "মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।"

পরে ২০১৮ সালে "কবি নজরুল ইনস্টিটিউট আইন" জারি করে তাকে জাতীয় কবি হিসেবে চিরস্থায়ী স্বীকৃতি দেওয়া হয়। তবে এর বহু আগেই, ১৯২৯ সালের ১০ ডিসেম্বর কলকাতার এলবার্ট হলে নেতাজী সুভাষচন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ অন্যান্য বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে তাকে "জাতীয় কাণ্ডারী" এবং "জাতীয় কবি" হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল।

সূত্র: বাসস

রাজু

×