ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল

প্রকাশিত: ০০:৩৩, ১১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৫৮, ১১ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল

বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান দাবি করেছেন, আওয়ামী লীগ "জয় বাংলা" স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, হাসিনা সরকার নানা সময়ে "জাতীয় ইতরামি" প্রদর্শন করেছে এবং হাইকোর্টের মাধ্যমে "জয় বাংলা" স্লোগানকে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে।

মারুফ কামাল খান আরও বলেছেন, "জয় বাংলা" একটি রাজনৈতিক স্লোগান ছিল, যা পাকিস্তান আমলে ছাত্রলীগ চালু করেছিল এবং স্বাধীনতার পর এর প্রয়োজনীয়তা কমে গেলেও আওয়ামী লীগ তা আঁকড়ে ধরেছে। তিনি বলেন, "জয় বাংলা" স্লোগান কখনোই বাধ্যতামূলক ছিল না, তবে সরকার এক রায় দিয়ে এটি বাধ্যতামূলক করে দেয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যা তাদের রাজনীতির সংস্কৃতির অংশ। তবে, সর্বোচ্চ আদালত এই রায় বাতিল করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে এবং এটি ন্যায়বিচারের প্রতিফলন, বলে তিনি মন্তব্য করেছেন।

এছাড়া, ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট "জয় বাংলা" স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু আপিল বিভাগ মঙ্গলবার সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে রায় স্থগিত করেছে।

নাহিদা

×