
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্দেশ দিয়েছে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই পৌঁছানোর আগে কোনো ধরনের নোট বা গাইড বই মুদ্রণ করা যাবে না। বুধবার একটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জাতীয় দায়িত্ব পালনে পাঠ্যবই বিতরণের আগে সব ধরনের নোট-গাইড বইয়ের মুদ্রণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
এনসিটিবি জানিয়েছে, পাঠ্যবই ছাপার আগে এর পাণ্ডুলিপি কীভাবে নোট-গাইড বইয়ের ব্যবসায়ীদের হাতে পৌঁছালো, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবির শিক্ষাক্রম সদস্য অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত এ কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
নোটিশে এনসিটিবি আরও জানিয়েছে, সফটকপি বা সিডি সরবরাহ কার্যক্রমে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও ভূমিকা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। জড়িত প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশনাও অন্তর্ভুক্ত রয়েছে।
নাহিদা