ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা: উপদেষ্টা ফারুক

প্রকাশিত: ১৯:০০, ১ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা: উপদেষ্টা ফারুক

উপদেষ্টা ফারুক ই আজম।

প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে যারা সুযোগ-সুবিধা নিয়েছে সেটা জাতির সঙ্গে প্রতারণা। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে যাচাই করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে সাক্ষাত শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

 

উপদেষ্টা বলেন, ‘কেউ মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগ করেন কিংবা সন্তানরা চাকরি নিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আর ভুয়া সার্টিফিকেটধারীরা জাতির সঙ্গে প্রতারণা করছেন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। ব্র্যাক ও অক্সফামের মাধ্যমে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস মিলেছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তালিকা যাচাই-বাছাই চলছে। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় যাদের নাম রয়েছে, যাচাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে বিষয়টিও দেখা হবে।

ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক তিন হাজারের বেশি মামলা আছে এবং অনেকে রিট করে সুযোগ-সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।

ইসরাত

আরো পড়ুন  

×