ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:২২, ৮ নভেম্বর ২০২৪

বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন

বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪’ উদ্্যাপন করা হয়

মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির ‘বিশ্ববিদ্যালয় দিবস’ বুধবার উদ্যাপন করা হয়েছে। 
দিবসটি উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ফটো প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, সাজসজ্জা, আলপনা অঙ্কন, ডকুমেন্টারি ও ভিডিও প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। 
বিশ্ববিদ্যালয়টি দেশের মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও নতুন নতুন জ্ঞান আবিষ্কারের মাধ্যমে সামুদ্রিক সম্পদ আহরণ ও এর যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে বলিষ্ঠ অবদান রাখার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

×