ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা  

প্রকাশিত: ২২:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা  

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শেখ মোহাম্মদ রেজাউল করিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। এর আগে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক পরিচালক মোনায়েম হোসেন তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, রেজাউল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকা বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে।

শহিদ

×