শহীদ মিনার ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতারা
এক দফা এক দাবি ঘোষণা করে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতারা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দফা এক দাবি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
এছাড়াও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ। পাশাপাশি সর্বত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি। এরপর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়ার দাবি জানানো হয়।
সকালে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে দুপুরের পর শহীদ মিনারমুখী যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
উদ্ভুত পরিস্থিতিতে শনিবার আন্দোলনকারীদের সঙ্গে বসার আগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারপ্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
এবি