ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হিটস্ট্রোকে মারা গেলেন মাংস ব্যবসায়ী

প্রকাশিত: ১৭:১৫, ২৮ এপ্রিল ২০২৪; আপডেট: ১৭:৪৭, ২৮ এপ্রিল ২০২৪

হিটস্ট্রোকে মারা গেলেন মাংস ব্যবসায়ী

কাজলা ফ্লাইওভার

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তীব্র গরমে অসুস্থ হয়ে এক সিএনজি অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিম মিয়া (৫৫)।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সেলিম পেশায় মাংস ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

সেলিম অসুস্থ হয়ে পড়লে সিএনজি অটোরিকশাচালক মো. রুবেল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। দুপুর সাড়ে ১২টার সময়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেল বলেন, মৃত সেলিম পেশায় মাংস ব্যবসায়ী। কারওয়ান বাজারের তার দোকান রয়েছে। সকাল সাড়ে দশটার দিকে আমার সিএনজি ভাড়া করে যাত্রাবাড়ী কাজলা এলাকায় ছাগল কিনতে যান এবং সেখান (কাজলা) থেকে ছাগল কিনে আবার যাত্রাবাড়ী বিবিরবাগিচা তার বাসার সামনে যান। 

সেখানে তার ছেলের মাধ্যমে একটি ব্যাগ নিয়ে ওই সিএনজি অটোরিকশাতে করে ছাগল নিয়ে কারওয়ান বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে কাজলা ব্রিজের ওপর তিনি অচেতন হয়ে পড়েন। আমি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসি।

সিএনজিচালক আরও বলেন, হয়ত অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে এমনটা হয়েছে। সুস্থ মানুষ নিয়ে আসলাম অথচ লোকটি মারা গেল। মৃতের স্বজনদেরকে সংবাদ দেওয়া হয়েছে। ছাগলটি আমার সিএনজির মধ্যেই রাখা আছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে সারাদেশে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে রবিবার আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শহিদ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার