ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দেশে মানুষের গড় আয়ু কত জানাল বিবিএস

স্টাফ রিপোর্টার 

প্রকাশিত: ১৩:০৪, ২৪ মার্চ ২০২৪; আপডেট: ১৩:৩৯, ২৪ মার্চ ২০২৪

দেশে মানুষের গড় আয়ু কত জানাল বিবিএস

জনসংখ্যা। ফাইল ফটো

গত বছরের তুলনায় প্রত্যাশিত দেশে গড় আয়ু অপরিবর্তিত রয়েছে যা ৭২ দশমিক ৩ বছর। রবিবার (২৪ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য পাওয়া যায়। 

বিবিএসের জরিপে দেখা যায়, এছাড়া দেশে ২০২২ সাল থেকে ২০২৩ সালে জনসংখ্যা ১৭ লাখ বেড়েছে। ২০২২ সালে জনসংখ্যা ছিলো ১৬ কোটি ৯৮ লাখ, আর ২০২৩ সালে জনসংখ্যা দাড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ।

অনুষ্ঠানে পরিসংখ্যান ব্যুরোর মমহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিসংখ্যান অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। 

এসআর

×