
কক্সবাজার রেল স্টেশন
ঢাকা-কক্সবাজার রুটে নতুন আরও একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন রেল ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘোষণা দেন।
ঢাকা থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে বিকাল তিনটায়। অন্যদিকে রাত আটটায় কক্সবাজার থেকে ছেড়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে ভোর ৪টা ৩০ মিনিটে। তবে ১ জানুয়ারি থেকে ট্রেনটি চালু হতে পারে বলে জানা গেছে। এদিকে নতুন উদ্বোধন হওয়া খুলনা-মোংলা রেল লাইনে প্রথম বারের মতো নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল মন্ত্রী।
মন্ত্রী বলেন, যশোর-খুলনা-মোংলা লাইনে দুই জোড়া ও যশোর-খুলনা লাইনে এক জোড়া ট্রেন চালু হবে। এই ট্রেনগুলো চালানোর প্রাথমিক প্রস্তাব দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী ১ জানুয়ারি থেকে এ ট্রেনগুলো চালানো হতে পারে।
এসআর