ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ভারত থেকে আসছে কাজের প্রস্তাব, রাজি হচ্ছেন না চঞ্চল

প্রকাশিত: ২১:০৯, ৪ অক্টোবর ২০২৩

ভারত থেকে আসছে কাজের প্রস্তাব, রাজি হচ্ছেন না চঞ্চল

চঞ্চল চৌধুরী।

এই মুহূর্তে তার ব্যস্ততা তুঙ্গে। তবুও সময় করে একদিনের জন্য শহরে এসেছিলেন। উপলক্ষ ছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র ভারতে আত্মপ্রকাশ অনুষ্ঠান। ‘হাওয়া’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজের দৌলতে অভিনেতা চঞ্চল চৌধুরী ওপার বাংলাতেও সমান জনপ্রিয়।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয় করেছেন চঞ্চল। পাশাপাশি কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘গণদেবতা’য় অভিনয় করার কথা তার। টলিপাড়া থেকেও একের পর এক কাজের প্রস্তাব আসছে চঞ্চলের কাছে। তবে তিনি কিন্তু মেপে মেপে পা ফেলতে চাইছেন। 

আরও পড়ুন >>  শাকিব ও নিশোকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অপূর্ব

এই বিষয়ে চঞ্চল বলেন, ‘আসলে এই মুহূর্তে আমি একটু বেছে কাজ করতে চাই। কারণ, ক্যারিয়ারের শুরুতে আমি বাংলাদেশে টিভিতে চুটিয়ে অভিনয় করেছি। তারপর সিনেমায় আসার পর দর্শকদের যে গ্রহণযোগ্যতা পেয়েছি সেটা হারাতে চাই না। একটা মানদণ্ড বজায় রাখতে চাই।’

তিনি জানান, ‘হাওয়া’ মুক্তির পর টলিপাড়া থেকে তার কাছে ঘন ঘন কাজের প্রস্তাব আসতেই থাকে। কিন্তু চঞ্চলের মতে, ‘ব্যাটে-বলে’ হচ্ছে না। কারণ, অভিনেতা স্পষ্ট বললেন, ‘মধ্যমানের কাজের সংখ্যা বেশি হলে দর্শক তখন আর আমার দিকে ঘুরেও তাকাবেন না।’ তাহলে নির্মাতাদের কি সরাসরি ‘না’ বলে দিচ্ছেন এই চর্চিত অভিনেতা? হেসে বললেন, ‘মুখের উপর বলি না। কোনো গল্পের একটা অংশ ভালো লাগে। আবার ডেটের সমস্যার জন্যও অনেক কাজ করা হয় না।’

নতুন কাজ নির্বাচনের ক্ষেত্রেও চঞ্চলের বেশ কিছু শর্ত রয়েছে। সেখানে গল্প এবং পরিচালক অবশ্যই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের চরিত্রটা কী রকম, তা নিয়েও ভাবনাচিন্তা করেন তিনি। চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি নিত্যনতুন চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেখানে আমার লুকগুলোও যেন নতুন হয়, সেটাও আশা রাখি। একই ধরনের চরিত্রে বার বার অভিনয় করতে আমি রাজি নই।’

নিজের কোনো প্রজেক্ট থেকে তার কি বিশেষ কোনো প্রত্যাশা থাকে? উত্তরে চঞ্চল বলেন, ‘আমার কোনো কাজ থেকে আমি কিছু প্রত্যাশা করি না, আবার হয়তো অনেক কিছু আশাও করি। অভিনয়টা আমার কাছে পরীক্ষা দেওয়ার মতো। নম্বর দেবেন দর্শক।’

‘কারাগার’ এর তৃতীয় সিজনের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘ডেভিড চরিত্রটা আমার খুবই প্রিয়। আমার তো ইচ্ছে রয়েইছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা।’ 

পরিবার ছেড়ে একটানা কলকাতায় থাকতে খুব একটা ভালো লাগে না চঞ্চলের। তিনি বলেন, ‘আমি পারিবারিক মানুষ। আট ভাই-বোন মিলিয়ে পরিবারে ৫০ জন সদস্য। আমিও এখন দাদু। ঢাকায় তবুও শুটিংয়ের পর বাড়ি ফিরতে পারি। কলকাতায় থাকলে সেটা সম্ভব নয়।’ 

এদিকে, মুক্তির অপেক্ষায় চঞ্চলের নতুন ছবি ‘মনোগামি’। আপাতত নতুন কাজ নিয়ে ভাবনাচিন্তা করছেন। পুজোর পর শুরু করবেন নতুন ওয়েব সিরিজের শুটিং।

এম হাসান

×