ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সহনীয় পর্যায়ে ঢাকার বায়ু 

প্রকাশিত: ১০:৫৪, ১৩ আগস্ট ২০২৩; আপডেট: ১২:০১, ১৩ আগস্ট ২০২৩

সহনীয় পর্যায়ে ঢাকার বায়ু 

ফাইল ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দুবাইয়ের স্কোর হচ্ছে ১৬৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েত এবং শহরটির স্কোর ১৬৫। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন:বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। শহরটির স্কোর ১৫৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ১৪ নম্বরে রয়েছে রাজধানী ঢাকার নাম। ঢাকার স্কোর হচ্ছে ৮৭ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এমএম

×