ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

প্রকাশিত: ১২:০৯, ১১ জুলাই ২০২৩; আপডেট: ১২:১৬, ১১ জুলাই ২০২৩

ইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দলের বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো হিল্লেরি।

এর আগে গত রবিবার (৯ জুলাই) ভোরে ঢাকায় আসে ইইউ প্রতিনিধি দল। নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ হিল্লেরি রিকার্ডোর নেতৃত্বে দুই সপ্তাহের সফরে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ মূল্যায়নের কাজ করবেন তারা। 

আগামী ২৩ জুলাই তাদের বাংলাদেশ সফর শেষ হবে। ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

এমএম

×