ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

চলতি মৌসুমে চাল আমদানি করতে হবে না

প্রকাশিত: ১৫:২১, ২৯ মে ২০২৩; আপডেট: ১৫:২৪, ২৯ মে ২০২৩

চলতি মৌসুমে চাল আমদানি করতে হবে না

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ধানের ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমে এক ছটাক চালও আমদানি করতে হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (২৯ মে) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ ও প্রাণিসম্পদ অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ধানের উৎপাদন ভালো হওয়ায় এবার এক ছটাক চালও আমদানি করতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারণে এটা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত সার থাকার পরও ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল। পরে সার ব্যবসায়ীদের নিয়ে বসে সমস্যা সমাধান করা হয়।

এমএম

×