ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

মেট্রোরেল থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

প্রকাশিত: ১৭:৫৬, ৩১ জানুয়ারি ২০২৩

মেট্রোরেল থেকে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

মেট্রোরেল

মেট্রোরেল চালুর পর ২৯ দিনে ২ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে। ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করে এই আয় করে মেট্রোরেল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্পূর্ণ রুট চালু হলে মূল আয় বোঝা যাবে। ২৯ দিনে তিন লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করে এই আয় হয়েছে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী চলাচল শুরু হয়। প্রথমদিকে উত্তরা টু আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। পরে তৃতীয় স্টেশন হিসেবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে পল্লবী স্টেশন। 

শুরুর দিকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। এর কিছুদিন পর সময় পরিবর্তন করে করা হয় সাকল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা। 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বিধ্বংসী বোলিংয়ে ৭৭ রানে জয় পেল বাংলাদেশ
নাগরিকের ঠিকানায় খতিয়ান-ম্যাপ পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ :প্রধানমন্ত্রী
পদ্মা সেতু দিয়ে মোটর সাইকেল চলতে চার সপ্তাহ অপেক্ষা
ঈদ উপলক্ষে ৯ এপ্রিল বাজারে আসছে নতুন নোট
বুধবারের মধ্যে ইবির তিন অভিযুক্ত ছাত্রীদের কে জবাব দেওয়ার নির্দেশ
পিরোজপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ডিবি ওসিসহ আহত ৪
দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ: বিবিএস
জামিন পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
মুক্তিযুদ্ধের সংগঠক নূরে আলম সিদ্দিকী আর নেই
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে মাত্র ‘২৪ ঘণ্টা’লাগবে: ট্রাম্প
মেক্সিকোর অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৪০