ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে জাতীয় শোক দিবস পালন

গভীর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১:১৩, ১৬ আগস্ট ২০২২

গভীর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

গভীর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

গভীর শ্রদ্ধায় ও নানা কর্মসূচীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সর্বস্তরের মানুষসারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়বঙ্গবন্ধুর ম্যুরালে ও প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়এরপর আলোচনা সভা, তবারক বিতরণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালন করে স্থানীয় প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনখবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের

 

চট্টগ্রাম

সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ছিল দিনব্যাপী নানা কর্মসূচীএ সব কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদিপালিত অনুষ্ঠান থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে পরিচালিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ চা বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে, বিদ্যুত উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট), ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু), চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, প্রিমিয়ার বিশ^বিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), আন্তর্জাতিক ইসলামিক বিশ^বিদ্যালয় (আইআইইউসি)পোর্ট সিটি ইউনিভার্সিটি, সাদার্ন বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, সেক্টর কমান্ডার্স ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিশেষ কর্মসূচী ছিল

 

রাজশাহী

সোমবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষএখানে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়, রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীএছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতি সংগঠনসহ সর্বস্তরের মানুষ সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেনপরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আনুষ্ঠিত হয়দিবসটি উপলক্ষে নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনভর মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়

 

খুলনা

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়এরপর সকাল ৮টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা

পরে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, রেঞ্জ ডিআইজি ড. খ মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, জেলা প্রশাসন মোঃ মনিরুজ্জামান তালুকদার, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা

 

বরিশাল

সোমবার সকাল ছয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত বঙ্গবন্ধুু উদ্যানে ও সকাল ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইনসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ের সামনে ও সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেনএছাড়াও রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেনবেলা ১২টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি শোকর‌্যালি বের করা হয়এছাড়া দিনব্যাপী পবিত্র কোরান তেলওয়াত, দোয়া-মিলাদ, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শন ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে

 

সিলেট

সোমবার সকালে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনসকাল ৯টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়

মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেনজালালাবাদ গ্যাস টিএ্যান্ড সিস্টেম সকালে ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়সকাল সাড়ে ৮টায় ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমদ মতিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়এদিকে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে শোক র‌্যালি বের করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট

 

ময়মনসিংহ

সোমবার সকাল ৯টায় স্থানীয় সার্কিট হাউস মাঠ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিএরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান ড. গাজী হাসান কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, চেম্বার সভাপতি আমিনুল হক শামীমসহ আওয়ামী লীগ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠান

 

কক্সবাজার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা করা হয়েছেজেলা প্রশাসন, পুলিশ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে এবং কক্সবাজার জেলা প্রেসক্লাব ও সদর উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন

 

বগুড়া

সোমবার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেকর্মসূচীর মধ্যে রয়েছে- জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনাসভা, চিত্রাঙ্কান প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও জাতির পিতার ওপর নির্মিত প্রামাণ্য চলচিত্র প্রদর্শনসকালে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ নেতারা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ সরকারী-বেরসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন

 

যশোর

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারী-আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতের মধ্যে দিয়ে শোক দিবসের কার্যক্রম শুরু হয়দিনব্যাপী বিভিন্ন কর্মসূটির মধ্যে ছিলÑকালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা, আলোচনা সভা, দরিদ্রভোজ ও দোয়া মাহফিলসকাল আটটায় দড়াটানা বকুলতলার বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের পক্ষে প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি এ্যাডভোকেট রবিউল আলম

 

গাজীপুর

জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর প্রেসক্লাবএছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকেও মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়

 

কুমিল্লা

সোমবার সকালে নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, আঞ্জুম সুলতানা সীমা এমপি, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা পরিষদের প্রশাসক আবু তাহের, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখএছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে

 

নারায়ণগঞ্জ

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেনÑ সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারাএদিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকার বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়া আইভীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা

 

পাবনা

রাত ১২টা ১ মিনিটে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেনপরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়সকালে দলী কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী আয়োজন মধ্য দিয়ে দিবসটি পালন করে জেলা আওয়ামী লীগজেলা প্রশাসন এ উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচী পালন করছেজেলা পুলিশের পক্ষ থেকে সকালে জেলা পরিষদে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত জিআইজি পদোন্নতিপ্রাপ্ত)

 

নোয়াখালী

জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নোবিপ্রবিসহ জেলার সব উপজেলা এবং জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরজব্বর ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের ৪৭তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছেএ উপলক্ষে কলেজে আলোচনা সভা দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও জাতীয় দিবসসমূহ পালন কমিটির সমন্বয়কারী স্বপ্না রানী শিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহারউদ্দিন খেলন, ছায়েদুল হক ভূঁইয়া, চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ

 

সাতক্ষীরা

সকাল ১০টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানান, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুল-কলেজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা

 

ফরিদপুর

সকাল ৮টার সময় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনও জাতীয় শোকের এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, পালিত হচ্ছে নানা কর্মসূচী

 

ঠাকুরগাঁও

ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দিপক কুমার রায় ও যুবলীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উদীচী এবং সরকারী-বেসরকারী সকল দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন

 

সোনারগাঁ

মোবারক হোসেনের পুত্র  ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের উদ্যোগে  দোয়া, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়েছেএ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম

এ ছাড়া অনুরূপ কর্মসূচী পালন করা হয়েছে নীলফামারী, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, লালমনিরহাট, মানিকগঞ্জ, চাঁদপুর, চুয়াডাঙ্গা, ফেনী, লক্ষ্মীপুর, টাঙ্গাইল, মাগুরা, কিশোরগঞ্জ, পঞ্চগড়, শেরপুর, গাইবান্ধা, হবিগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, নওগাঁ, ঝালকাঠি, মাদারীপুর, পিরোজপুর, নরসিংদী, রাঙ্গামাটি, জয়পুরহাট, মৌলভীবাজার, ঈশ্বরদী, কেরানীগঞ্জ, বাউফল, বেড়া, শাহজাদপুর, ভূয়াপুর, চাটখিল, গফরগাঁও, হাতিয়া, লালপুর, মোরেলগঞ্জ, আমতলী, ঝিনাইগাতী, পীরগঞ্জ, সেনবাগ, মির্জাপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়

×