ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরতে চায় চালকেরা

জবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:০০, ৫ জুলাই ২০২২

ঈদে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরতে চায় চালকেরা

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ঈদুল আজহা উপলক্ষে নিজের মোটরসাইকেল বাড়ি ফিরতে চায় চালকেরা। আর এই দাবি নিয়ে মঙ্গলবার তারা রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঈদ যাত্রা মহাসড়কে নিরাপত্তা দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চলাচলে বিধে নিষেধ করেছে কর্তৃপক্ষ

 

মানববন্ধনে চালকেরা বলেন, প্রশাসন দুর্ঘটনা রোধের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক। দুর্ঘটনার বেশিরভাগই ঘটে অদক্ষ এবং অবৈধ লাইসেন্সারি চালকদের মাধ্যমে। সেই ক্ষেত্রে এসব অদক্ষ অবৈধ লাইসেন্সারি চালকদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

তবে যাদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে, তাদের মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত। কারণ তাদের মোটরসাইকেল চালাতে না দিলে, তাদের ঈদ যাত্রা ভোগান্তিতে পরিণত হবে

কর্মসূচিতে অংশ নেয় দেশের বিভিন্ন মোটরসাইকেল সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা

 

×